আজকের সংবাদ ডেস্ক
ভারতীয় মোবাইল বাজার কাঁপাতে এসেছে পোকো এক্স-৭ সিরিজের ফোন। যার সিরিজে রয়েছে ৫জি এবং প্রো ৫জি নামের দুটি মডেল। অন্তর্ভুক্ত।
ব্যবহারকারীদের দেয়া রিভিউ অনুসারে এই ফোনের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এর ক্যামেরা।
দুইটি মডেলের প্রধান ক্যামেরাটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং সেলফি ক্যামেরাটিতে রয়েছে ২০ মেগাপিক্সেল।
শাওমি জানায়, ৯০ ওয়াট হাইপার চার্জ সিস্টেম থাকায় মাত্র ৪৭ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়। আর যুক্ত হয়েছে এআইভিত্তিক বিভিন্ন ছবি এডিটিং ফিচারস। এআই ফিচার ব্যবহার করা যাবে নোট লেখার জন্যও।