March 13, 2025
বাংলাদেশ প্রসঙ্গ মোদির হাতে ছেড়ে দিয়েছিলেন ট্রাম্প!

বাংলাদেশ প্রসঙ্গ মোদির হাতে ছেড়ে দিয়েছিলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, বৈঠক শেষে ভারতীয় বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করলে ট্রাম্প জানান, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের বিষয় মোদির হাতেই ছেড়ে দিচ্ছি।”
ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তন বিষয়ে জড়িত ছিল এই কথা বললে ট্রাম্প জানান, ডিপ স্টেট এর এ ক্ষেত্রে ভূমিকা ছিল না। তিনি এ বিষয়ে মোদীকে ইঙ্গিত করে উত্তর দিতে বললে তিনি কোন উত্তর না দিয়ে ইউক্রেন বিষয়ে কথা বলেন।
বিভিন্ন বিশ্লেষকদের মতামত অনুসারে, এই বৈঠকের ফলে ট্রাম্প ও মোদির সম্পর্ক আরও জোরদার হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!