March 13, 2025
কাউকা কাদের, বলেছিল যে, দেশের পট পরিবর্তন হলে, একরাতের মধ্যে ৫লাখ মানুষ, মারা যাবে – বিএনপি নেতা আব্দুস সালাম

কাউকা কাদের, বলেছিল যে, দেশের পট পরিবর্তন হলে, একরাতের মধ্যে ৫লাখ মানুষ, মারা যাবে – বিএনপি নেতা আব্দুস সালাম

কুড়িগ্রাম সংবাদদাতা

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “”কাউকা কাদের (ওবায়দুল কাদের) বলেছিল যে দেশের পট পরিবর্তন হলে একরাতের মধ্যে ৫লাখ মানুষ মারা যাবে আর তাই যেত।  আঃলীগের বিরুদ্ধে আগুন জলত, যা ছিল বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের মনের ভেতর লুকিয়ে থাকা আগুন। কিন্তু আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশে বিএনপি’র সারাদেশের নেতাকর্মীরা বুকে পাথর বেঁধে শীতল হয়ে গিয়েছিল। আর এটাই হল বিএনপি।‘“

কুড়িগ্রাম বিএনপি’র আয়োজনে, বৃহস্পতিবার বিকেলে,  কেন্দ্রীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায়, এইসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরও বলেন, “’মাওলানা ভাষানী (মজলুম জননেতা) বলেছিলেন আঃলীগ, ছাত্রলীগ,  যুবলীগ দেশটাকে লুটে-পুটে খেয়ে ফেলবে। তারা দেশটাকেতো খেয়েই ফেলছে, অপর দিকে তাদের নেতা শেখ মুজিবকেও খেয়েছে.’”

এই নেতা আরও সকলের উদ্দেশ্যে জানান, ‘দেশের মানুষের অধিকার ফিরে পেতে এই সরকারকে গদিতে বসানো হয়েছে। তাদেরকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে বসানো হয়নি। ‘

তিনি সরকারকে আহ্বান জানান, ‘যদি সরকারের মাঝে কেউ ক্ষমতা পাওয়ার লিপ্সায় বসে থাকেন, তাদেরকে সেই ক্ষমতার মসনদ থেকে দূরে সরিয়ে ফলতে। ‘

তিনি জানান, ‘এমনটা না হলে সেই দুই একজনার জন্য এই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।‘

ওই সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর- বিভাগীয়- সাংগঠনিক- সম্পাদক অধ্যক্ষ- আসাদুল হাবিব দুলু, সহ- সাংগঠনিক- সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি’র আহ্বায়ক- মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম -আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক- হাসিবুর রহমান হাসিব, সদস্য- সচিব- সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্যরা।

জনসভায় জেলাসহ  ৯ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!