নিজস্ব সংবাদদাতা
ইবতেদায়ি শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করার সময় তাদের উপর হামলা করে পুলিশ। ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় যেন আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে ওই শিক্ষকদের সমস্যার যৌক্তিক ও ন্যায্য সমাধান করা হয়।
রবিবার সংবাদমাধ্যমকে পাঠানো এক প্রেস বিবৃতিতে জামায়াতের পক্ষে এই আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ বাধা প্রদান করে। তারা শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ তাদের উপর জলকামান প্রয়োগ করে এবং লাঠিপেটা করে। ফলে নারীসহ ৬ জন আহত হন। এ হামলা কাঙ্ক্ষিত নয় ও খুব দুঃখজনক। জামায়াত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।