March 13, 2025
নির্বাহী আদেশে বিশ্বজুড়ে মার্কিন সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

নির্বাহী আদেশে বিশ্বজুড়ে মার্কিন সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

আজকের সংবাদ ডেস্ক

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প তার নতুন নির্বাহী আদেশে বিদেশি সকল সহায়তা কার্যক্রম সাময়িক স্থগিত করেন।

বিভিন্ন ফাঁস হওয়া নথি অনুসারে, নব্বই দিনের জন্য এই আদেশ জারি করা হয়। মার্কিন অর্থায়নে বিশ্বজুড়ে চলমান সামরিক, মানবিক ও উন্নয়ন সহায়তা কার্যক্রমে সিদ্ধান্তটির ব্যাপক প্রভাব পড়বে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।

নথির তথ্য অনুসারে, নব্বই দিনের পর্যালোচনার চলাকালে নতুন করে কোনো তহবিল অনুমোদন হবে না। এছাড়াও চলমান প্রকল্পগুলোর সহায়তা কার্যক্রম স্থগিত থাকবে। তবে  স্থগিতাদেশটি ইসরাইল ও মিশরের সামরিক তহবিল ও জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সিদ্ধান্তটির বিষয়ে ৮৫ দিন মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে বিদেশি সাহায্য আমেরিকার স্বার্থ রক্ষা করছে কি না তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “ব্যয় তখনই সার্থক হবে, যা আমেরিকাকে নিরাপদ ও শক্তিশালী এবং সমৃদ্ধ করে।

এই নীতির পরিবর্তন কেবল বিশ্বজুড়ে মার্কিন বৈদেশিক নীতির দৃশ্যপট পরিবর্তন করছে না। অপরদিকে আন্তর্জাতিক মানবিক সাহায্যের বিষয়েও নতুন সংকট সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!