March 13, 2025
ভারতের রামমূর্তিতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যা

ভারতের রামমূর্তিতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যা

আজকের সংবাদ ডেস্ক

ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের রামমূর্তি নামক স্থানে এক বাংলাদেশি নারীকে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর ওই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়।

২৫ জানুয়ারি শুক্রবার সকালে একটি লেকের পাশে ওই হতভাগা নারীর মৃতদেহ উদ্ধার করে  পুলিশ। ওই নারীর বয়স ২৮ বছর। এই খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

স্থানীয় পুলিশ জানায়, ব্যাঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন নিহত ওই নারী। ২৩ জানুয়ারি রাতে তার কাজে ফিরতে দেরি এমনটা জানিয়ে সহকর্মীকে তার যাওয়ার আগেই চলে যেতে বলেন।  অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্থানীয় থানায় তার স্বামী একটি নিখোঁজ ডায়েরি করেন।

ওই নারীর তার স্বামী ব্রুহাত একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বেঙ্গালুরু মহানগর পালিকায় কাজ করেন বলে জানা গেছে।  তিন সন্তান ও তারা একত্রে শহরে বসবাস করছিলেন।

জানা যায়, পরিবারটি প্রায় ছয় বছর থেকে ভারতে বসবাস করছেন। নিহতের স্বামীর বৈধ পাসপোর্ট দিয়ে তারা  চিকিৎসা ভিসায় ভারতে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার মাথায় বড় পাথর দিয়ে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে, তিনি তার পরিচিত কারও সাথে দেখা করতে গিয়েছিলেন এবং এরপর এ ঘটনার শিকার হন। বলে জানা যায়। পুলিশ সন্দেহ করছে ধর্ষণ করার পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে ।

ডেপুটি কমিশনার দেবরাজ জানান, এটি জঘন্য অপরাধ। ধর্ষণ এবং হত্যার প্রমাণ প্রমাণ পাওয়া গেছে। তদন্তও শুরু হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে এবং ময়নাতদন্ত রিপোর্ট আসার অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!