March 13, 2025
ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না: পুতিন

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না: পুতিন

আজকের সংবাদ ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  ইউক্রেন ইস্যুতে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত বলে মতামত দিয়েছেন। ২৪ জানুয়ারি,শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকার চলাকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না।’

তিনি বলেন, “আমরা বলেছি ও আবারও বলছি যে, ইউক্রেনের বিষয়ে আলোচনার বসতে আমরা প্রস্তুত।

সে সময় তিনি ট্রাম্পকে একজন বাস্তববাদী ও স্মার্ট  নেতা হিসেবে অভিহিত করেন।

প্রেসিডেন্ট পুতিনের দাবি করেন, ২০২০ সালের ট্রাম্প বিজয়ী হলে  ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু সূচনা হতো না। 

অপরদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি পুতিনের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!