আজকের সংবাদ ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির আওতায় এবার ৪ জন ইসরাইলি সেনাকে মুক্তি দিলো হামাস।
২৫ জানুয়ারি, শনিবার আন্তর্জাতিক রেডক্রসের মধ্যস্থতায় ইসরাইলের কাছে তাদের হস্তান্তর করা হয়। তারা ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় বন্দি ছিল। খবরটি প্রচার করেছে বিবিসি।
মুক্তিপ্রাপ্ত সেনাদের মধ্যে ড্যানিয়েলা গিলবোয়া (২০), লিরি আলবাগ (১৯), করিনা আরিভ (২০) ও নামা লেভি (২০) রয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স । রয়টার্স তাদের উচ্ছ্বাসের ছবিও প্রকাশ করে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ জানায়, ওই চার সেনাকে রেডক্রসের সহায়তায় ইসরাইলে আনা হয়েছে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা চলমান রয়েছে। তারা সকলকে জিম্মিদের এবং তাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে।
যুদ্ধবিরতির চুক্তি অনুসারে, গত ১৯ জানুয়ারি ৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস। বিপরীতে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করে দেয় ইসরাইল। গাজা যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক বিভিন্ন মহল ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও ,ইসরাইল ও হামাসের উত্তেজনা প্রশমিত হয়নি।