March 13, 2025
হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে

হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে

আজকের সংবাদ ডেস্ক

বিশ্বজুড়ে জনপ্রিয় মেটার ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য  প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনে এই মাধ্যমটি।

এবার চমক দিল এই প্রতিষ্ঠান। আসছে নতুন ফিচার। শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট ফেসবুকে ও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। কিন্তু সেই শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে হবে না। এই শেয়ারের জন্য ‘হু ক্যান সিমাই স্ট্যাটাস’- অপশনে  গিয়ে আলাদা করে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করে তবেই শেয়ার করা যাবে।

মেটার জানায়, হোয়াটসঅ্যাপকে একটি অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে আগ্রহী। সেক্ষেত্রে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকবে।

কবে বা কখন এই ফিচারটি চালু হবে তা এখনও প্রতিষ্ঠানটি জানায়নি।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ আরও নতুন অনেক ফিচার নিয়ে কাজ করছে। একে একে যাদুর বাক্স খুলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!