March 13, 2025
ইনস্টাগ্রামে চমক,৩ মিনিট দীর্ঘ রিল ভিডিও পোস্ট করা যাবে!

ইনস্টাগ্রামে চমক,৩ মিনিট দীর্ঘ রিল ভিডিও পোস্ট করা যাবে!

আজকের সংবাদ ডেস্ক

ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিলস পোস্ট করা যাবে

বিশ্বে জনপ্রিয় রিল ভিডিও ও ফটো শেয়ারিং এর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম।

মেটার এই অ্যাপটি যারা ব্যবহার করেন তাদের জন্য চমক দিল প্রতিষ্ঠানটি।  যারা  কন্টেন্ট তৈরি করেন তাদের আকৃষ্ট করতে একটি নতুন ফিচার আনল তারা।

আর তা হল এখন থেকে মাত্র ৯০ সেকেন্ড না পুরো তিন মিনিট অর্থাৎ ১৮০ সেকেন্ডের রিল শেয়ার করা যাবে।

ইনস্টাগ্রাম প্রতিষ্ঠানটির প্রধান মোসেরি এই খবরটিও দিল একটি রিল শেয়ার করে। তিনি জানান, ক্রিয়েটরদের কাছ থেকে শুনেছেন যে, রিলের ক্ষেত্রে ৯০ সেকেন্ড খুবই কম সময়। তাই তিনি আশা করেন রিলের সময়সীমা তিন মিনিট করলে সবাই তাদের যে স্টোরিগুলো শেয়ার করতে আগ্রহী তা তারা আরও সহজে করতে পারবেন।

মোসেরি বলেন,  “এখন থেকে আপনারা তিন মিনিট দীর্ঘ রিল আপলোড করতে সক্ষম হবেন। এর আগে,  কেবল ৯০ সেকেন্ডের অনুমতি দিতাম। তার কারণ আমরা ছোট ভিডিওগুলোতে বেশি ফোকাস করেছি। কিন্তু শুনেছি যে, দীর্ঘ স্টোরি যারা শেয়ার করতে চান ৯০ সেকেন্ড তাঁদের জন্য খুব কম হয়ে যায়। আমরা আশাকরি পরিবর্তনটি আপনাদের উপকার করবে।“

নতুন ফিচারটিতে ইনস্টাগ্রাম ইউজারদের যে সুবিধাগুলো দেবে সেগুলো হল-

টিউটোরিয়ালগুলো বেশী সময় নিয়ে ও বিস্তারিত ব্যাখ্যা করা যাবে।

লাইভশোসহ মিউজিক্যাল পারফরম্যান্স অনেকক্ষণের জন্য শেয়ার করা যাবে।

ভ্রমণের ভিডিও বা ব্লগ আরও সময় নিয়ে করা যাবে।

নিজের কন্টেন্টকে আগের চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভভাবে ফুটিয়ে তোলার সুবিধা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!