March 14, 2025
যবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানান আয়োজন

যবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানান আয়োজন

নিজস্ব সংবাদদাতা

যশোর অবস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) এর উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, পথ আলপনা, পিঠা উৎসব, কেক কাটা, বেলুন উড়ানো,  পোস্টার প্রেজেন্টেশন ও আলোচনা সভাসহ নানা আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

২৫ জানুয়ারি, শনিবার সকাল ৯টায়  জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। এরপর পালিত হয় অন্যান্য কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শেষে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন করেন যবিপ্রবি’র উপাচার্য।

এরপর যবিপ্রবি উপাচার্য, কোষাধ্যক্ষ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিভাগ কর্তৃক আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন, পিঠার স্টল ও পথ আলপনা পরিদর্শন করে দেখেন।

দুপুরে যবিপ্রবি’র কেন্দ্রীয় মাঠে উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি’র উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয় হয়েও যবিপ্রবি পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞানে ও বিজ্ঞানে বিশ্ব মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। আর গবেষণার ক্ষেত্রে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে অনেক কিছু দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!