March 13, 2025
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর সতেরো সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বিকেলে জাবি শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দায়িত্বপ্রাপ্তরা হলেন- শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক হিসেবে মশিউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক হিসেবে মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে মো. রাকিবুল হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মো. তৌহিদ হাসান, বিজ্ঞান সম্পাদক হিসেবে মো. তৌফিক হুসাইন ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী হাসান জিহাদ।

এছাড়াও আরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন গবেষণা সম্পাদক পদে, মো. সাফায়েত মীর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক পদে, মো. তরিকুল ইসলাম সমাজসেবা সম্পাদক পদে, মো. রাকিব হোসেন ছাত্র অধিকার সম্পাদক পদে, মো. মাহাদী হাসান সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক পদে, মো. রায়হান উদ্দীন মানবাধিকার সম্পাদক পদে এবং আলী আহম্মদ দায়িত্ব পেয়েছেন তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি জাবির ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব  সভাপতি হিসেবে নির্বাচিত হন। আর  সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান দর্শন বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!