নিজস্ব সংবাদদাতা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন (যমুনা) অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওয়ানা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহ : শিক্ষকরা।
২৪ জানুয়ারি, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া ওই মিছিল শাহবাগে পোছলে পুলিশ তাদের বাঁধা দেয়। নিয়ে র বাসভবন অভিমুখে রওনা হয়েছেন।
প্রাথমিক শিক্ষকদের দাবি, দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে।
এর আগে সকাল ১০টায় শহিদ মিনারে সমাবেশ করেন তারা। দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা ভোর থেকেই জড়ো হন কেন্দ্রীয় শহিদ মিনারে।
শিক্ষকরা জানান, ১৩তম গ্রেড দিয়ে প্রাথমিক শিক্ষকদের ৩য় শ্রেণির কর্মচারীর মতো মূল্যায়ন করা হয়েছে। এটা শিক্ষকদের মর্যাদা হানিকর বিষয়।
নিজেদের অধিকার আদায়ে কোনো প্রকার আপস না করার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ১৩তম গ্রেডে শিক্ষকদের বেতন ১১ হাজার টাকা আর ১০ম গ্রেডের বেতন ১৬ হাজার টাকা।