নিজস্ব সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন স্নাতক পরীক্ষায় আরবি বিভাগে প্রথম হয়েছেন। তিনি সিজিপিএ ৪.০০ এর মধ্যে পেয়েছেন ৩.৯৯।
সাজ্জাদ শিবিরের ২০২৫ এ গঠিত নতুন কমিটির প্রচার সম্পাদক।
এর আগে গত ২৩ জানুয়ারি, বুধবার ঢাবি শিবিরের কমিটি ঘোষণা করা হয়। ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ওই কমিটিতে তিনি উল্লিখিত দায়িত্বে রয়েছেন। তিনি ঢাবির বিজয় একাত্তর হল এর আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে আরবি বিভাগে ভর্তি হয়েছিলেন।
রেজাল্ট সম্পর্কে মেধাবী শিক্ষার্থী সাজ্জাদ বলেন, “আলহামদুলিল্লাহ, ৩.৯৯ সিজিপিএ পেয়ে ১ম শ্রেণিতে ১ম হয়েছি। আমি আল্লাহর কাছে অন্তর থেকে শুকরিয়া জানাই। আমার মা-বাবার দোয়া, শিক্ষক ও বন্ধুদের কারণে এটি সম্ভব হয়েছে,।“