March 13, 2025
ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান, ইউজিসি’র সতর্কতামূলক বিজ্ঞপ্তি

ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান, ইউজিসি’র সতর্কতামূলক বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)  ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম ‘ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি’। অথচ তাদের কোনো ক্যাম্পাস বা কার্যক্রমের অস্তিত্ব নেই। আর তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা অনুমোদন পেয়েছে এমন মিথ্যা দাবি প্রচার করে শিক্ষা সনদ বিক্রি বাণিজ্য করছে।

গত ২০ জানুয়ারি ইউজিসি’র পাবলিক রিলেশন্স ম্যানেজমেন্ট (পিআরএম) শাখার পরিচালক ড. শামসুল আরেফিন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ভুয়া বিশ্ববিদ্যালয় ও এর অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক বার্তা দেন। ওই বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের, অভিভাবকদের ও চাকরিপ্রার্থীদেরকে প্রতারণার ফাঁদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইউজিসি জানায়, একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের এইচআর বিভাগের একজন কর্মকর্তার অনুরোধ সাপেক্ষে ‘ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি’ এর ইস্যুকৃত একটি সনদের সঠিকতা যাচাই প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই নাম সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় পাওয়া যায়নি। ফলে সশরীরে দেখার সিদ্ধান্ত হয়। পরে ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির উল্লিখিত পূর্ব মেরুল বাড্ডায় ঠিকানায় একটি পরিদর্শন টিম যায়। কিন্তু এর  কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে,  ওয়েবসাইটে তারা দাবি করছে যে  বিশ্ববিদ্যালয়টির সরকারসহ সব ধরনের অনুমোদন রয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পরিদর্শন টিম তাদের প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয়  আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!