নিজস্ব সংবাদদাতা
সাবেক দুর্যোগপ্রতিমন্ত্রী ও আঃলীগ নেতা ডা. এনামুর রহমান ডিএমপি’র গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন।
২৬ জানুয়ারি, রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র উপ-কমিশনার মুঃ তালেবুর রহমান জানান, গ্রেফতার ডা. এনামুরের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন সম্পর্কিত বেশ কয়েকটি মামলা রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে নেয়া হবে।
প্রসঙ্গত, ডা. এনামুর ১০ম ও ১১তম জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকেটে ঢাকা-১৯ আসনে জয়ী হন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এই নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ।
দুর্নীতি দমন কমিশন জানায়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।