March 13, 2025
ঢাবির প্রো-ভিসির পদত্যাগ দাবি উঠিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাবির প্রো-ভিসির পদত্যাগ দাবি উঠিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদ দাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এর অবিলম্বে পদত্যাগ চান ৭ কলেজের শিক্ষার্থীরা । আর সেজন্য তারা চার ৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ।

এর সাথে তারা ২৬ জানুয়ারি, রবিবার রাতে যে হামলা হয়েছে এর সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান।

২৭ জানুয়ারি, সোমবার রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৬ দফা দাবি জানান।

ওই সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার, সদস্য সচিব মোঃ সজিব উদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন।

ওই ৬ দফা দাবিগুলো হল-

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ কলেজের সাথে দাবি শিক্ষার্থীদের সাথে যে সংঘাত হয়েছে তার দায় স্বীকার করতে হবে। ক্ষমাও চাইতে হবে। এছাড়াও প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে।

রাকিবের উপর হত্যার উদ্দেশ্যে যে হামলা হয় তাসহ শিক্ষার্থীদের উপর পুলিশের  হামলার বিষয়ে এসি, ওসিসহ জড়িতদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এরপর  তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

 ঢাবি’র শিক্ষার্থীরা ইডেন কলেজসহ ৭ কলেজের নারী-শিক্ষার্থীদের যারা কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি দেখিয়েছে তাদের বিচার করতে হবে।

ঢাবির সাথে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে চব্বিশ ঘণ্টার ভেতরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রূপরেখা দিতে হবে।

বর্তমান পরিস্থিতি সমাধান করতে প্রধান উপদেষ্টা- শিক্ষা উপদেষ্টা,-উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম, ইউজিসি এর সদস্য এবং ঢাবির ভিসিকে নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে সভার আয়োজন করতে হবে।

ঢাবি এলাকায় অবস্থিত ঢাকা সিটি করপোরেশনের যে রাস্তাগুলো রয়েছে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!