March 13, 2025
মির্জা ফখরুল দেখা করলেন চরমোনাই পীরের সাথে, মূল আলোচনায় নির্বাচন  

মির্জা ফখরুল দেখা করলেন চরমোনাই পীরের সাথে, মূল আলোচনায় নির্বাচন  

নিজস্ব সংবাদদাতা

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যান।  সেখানে তিনি চরমোনাই পীর  ও দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

২৭ জানুয়ারি, সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত নোয়াখালী টাওয়ারে বিএনপি মহাসচিবের সাথে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুও উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর

আজ (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত নোয়াখালী টাওয়ারে অফিসে দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব মোঃ ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ উপস্থিত ছিলেন।

ওই বৈঠকটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার বিষয়টি প্রাধান্য পায়।  বিএনপির পক্ষ থেকে ইসলামী দলগুলোর সাথে  ঐক্য গড়ার চেষ্টার অংশ বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!