সূত্রঃ OHCHR এর রিপোর্ট জাতিসংঘ এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশ সফরের পর মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এর কার্যালয় (OHCHR) পক্ষ থেকে বুধবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে উল্লেখযোগ্য বিষয়গুলো পয়েন্ট আকারে পেশ করা হল- মন্তব্য ও ঘটনাগুলোঃ • নিহত ১ হাজার ৪শ জনের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু! • বিক্ষোভ দমন […]