March 13, 2025
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন খালেদা, থাকবেন তারেকের বাসায়

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন খালেদা, থাকবেন তারেকের বাসায়

নিজস্ব সংবাদদাতা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান। কিন্তু কাঙ্ক্ষিত লিভার প্রতিস্থাপন  করা যায়নি তার শারীরিক নানান জটিলতার কারণে। দীর্ঘ সতেরো দিন যাবত পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল তাঁকে  ছাড়পত্র দিয়েছে।

তিনি লন্ডন ক্লিনিক থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বলে জানা যায়। এখন বাসায় থেকেই তার চিকিৎসা চলবে। আর প্রয়োজন পড়লে আবার হাসপাতালে ফিরে যাওয়ার ব্যবস্থাতো থাকছেই।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, হার্টের সমস্যা প্রায় সমাধান হয়েছে। এখন মূল সমস্যাটি তার কিডনিতে। কিডনির চিকিৎসা শুরু করা হলে তার ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে তার অবস্থার অবনতি ঘটে। তবে নতুন জায়গায় চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থা বর্তমানে অনেকটা স্থিতিশীল। আপাতত তার দেশে ফেরার বিষয়ে কিছু বলেননি তারা। কারণ বিষয়টি খালেদা জিয়ার সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!