আজকের সংবাদ ডেস্ক
যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। আইনি নিষেধাজ্ঞা কার্যকরের বেশ কয়েক ঘণ্টা আগে শনিবার ১৮ জানুয়ারি টিকটক বন্ধ হয়ে যায় । বন্ধ হয় টিকটক। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দেওয়ার ফলে আমেরিকার ১৭ কোটি ব্যবহারকারীর জন্য চালু করা হল অ্যাপটি।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর করার বিষয়টি বিলম্বিত করতে একটি নির্বাহী আদেশ জারির করার ব্যবস্থা নেবেন।
২০২৪ সালের এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনের কোম্পানি ‘বাইটড্যান্সের” মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক,কর্তৃপক্ষ ও কিছু ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন।
শুক্রবার, ১৭ জানুয়ারি টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্ট বহাল রাখে। যার ফলে অনিশ্চয়তা দেখা দেয়। কারণ, আইনানুযায়ী , যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি তারিখের মধ্যে টিকটকের মালিকানা পরিবর্তন না হলে কোম্পানিটির ওপর দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আগে টিকটক নিষিদ্ধের পক্ষে থাকলেও পরে তিনি জানান, তিনি রোববার কোম্পানিগুলোকে অনুরোধ করেছেন যেন টিকটক বন্ধ করা না হয়। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কোম্পানিটির সাথে একটি চুক্তি করা যায়।