আজকের সংবাদ ডেস্ক
বাংলাদেশে জনপ্রিয় চাইনিজ মোবাইল ব্যান্ড রিয়েলমি দিলো খুশির খবর। আর খবরটি হল- এআই ফিচার সম্বলিত মডেল সি-৬৩ এর দাম কমিয়েছে তারা। আগে এই মডেলের ফোনের দাম ছিল ১৬ হাজার ৯শ ৯৯ টাকা। আর এখন তা এক হাজার টাকা কমে হলো ১৫ হাজার ৯ শ ৯৯টাকা।
স্মার্টফোন রিয়েলমি’র সি৬৩ মডেলে রয়েছে
৫,০০০ এমএএইচ ব্যাটারি যার চার্জিং সুবিধা ৪৫ ওয়াট। এর ফলে মাত্র ৭৯ মিনিটে ফোনটি ফুলচার্জ হয়। এছাড়াও মাত্র ৩ মিনিট চার্জে ১ ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা যায়। এই ফোনটি নিরীক্ষক প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ড এর সেফ ফাস্ট চার্জ সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
ফোনটির পেছনে যে কভার রয়েছে তা ভেগান লেদার ডিজাইনে তৈরি। ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত এই ডিজাইন থাকে। যার ফলে ফোনটিকে ঝকঝকে ও বিলাসবহুল মনে হয়। এছাড়াও দাগ প্রতিরোধক হিসেবে কাজ করে।
রয়েছে আরও বেশকিছু অভিনব এআই ফিচার।
এক কথায় রিয়েলমি সি-৬৩ ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে একটি ফ্ল্যাগশিপ ফিচারের ফোনের অভিজ্ঞিতা অনুভব করায়।