March 13, 2025
নায়িকা নিঝুমকে অপহরণ করার চেষ্টা, গাড়িচালক আটক

নায়িকা নিঝুমকে অপহরণ করার চেষ্টা, গাড়িচালক আটক

নিজস্ব সংবাদদাতা

বর্তমান সময়ের পরিচিত মুখ চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিনি অল্পের জন্য অপহরণের হওয়া থেকে বাঁচলেন! দিনেদুপুরে খোদ রাজধানীতেই অপহরণের ঘটনার শিকার হন তিনি। তবে তার সতর্কতার কারণে ও গাড়ি থেকে লাফ দেয়ার ফলে শেষ রক্ষা মেলে। এইও ঘটনায় এক উবার চালককে আটক করেছে পুলিশ।

২৬ জানুয়ারি , রবিবার  ডিএমপি’র উপ-কমিশনার, তালেবুর রহমান জানান,  নায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে একজন উবার চালককে আটক করে পুলিশ। তবে তিনি আটক ওই ব্যক্তির নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি।

জানা যায়, ২১ জানুয়ারি দুপুরের দিকে অপহরণের শিকার হয়েছিলেন নায়িকা নিঝুম। ওইদিন রাতেই তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেই স্ট্যাটাসে তিনি সকলকে বিষয়টি অবহিত করেন। তিনি ওই উবার চালকের ছবিও শেয়ার করেন। এছাড়াও ঘটনার বিস্তারিত জানান।

নিঝুম জানান, তিনি ড্রাইভিং পারেন না তাই উবার কল করেন। , বনশ্রী থেকে ধানমন্ডি  যাওয়ার পথে হাতিরঝিলে  এসে উবার চালক ধানমন্ডির রোডে না গিয়ে  গুলশানের  দিকে যান। ‘তাকে জিজ্ঞাসা করলে সে নিঝুমের দেয়া লোকেশনেই যাচ্ছে বলে জানায়। আর তাকে চুপ থাকতে বলে। গাড়িটি তখন প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ছিল। তখন তার মনে সন্দেহ জাগে। তাই তাকে সেখানেই নামিয়ে দিতে বলেন। তখন ড্রাইভার বলে,’কোনও কথা বলবি না’। নিঝুম তখন গাড়ির গ্লাস নামিয়ে বাচাও বলে চিৎকার দেয়। কিন্তু কোন সাড়া না পাওয়ায় গাড়ির গতি একটু কমানোর সাথে সাথেই গাড়ি থেকে লাফ দেন।

তিনি আক্ষেপ করে জানান, উবার যদি এমন হয় সেক্ষেত্রে কাকে ভরসা করা যায়। যদি তিনি ঝাঁপ না দিতেন তাহলে তাকে খুঁজে পাওয়া যেতো না।

ঘটনা ঘটার পর নিঝুমের স্বামী হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!