নিজস্ব সংবাদদাতা
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি স্বাক্ষর করা নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য বিদেশে বিভিন্ন খাতে অর্থ সহায়তা স্থগিত করা হয়। কিন্তু ওই আদেশের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দেয়া মার্কিন সহায়তার প্রসঙ্গ নেই। আর তাই ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস।
এই সহায়তা দেয়া হয় রোহিঙ্গাদেরর জন্য জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে ।
২৬ জানুয়ারি, রবিবার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ওই ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর জানান, ইউএসএআইডি রোহিঙ্গাদের পুষ্টি ও সম্পদ সরবরাহ করে আসছে।
এদিকে প্রধান উপদেষ্টা তার এক বিবৃতিতে ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সহায়তা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।