আজকের সংবাদ ডেস্ক মাঠের নাম হোসে জরিলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে শনিবার রাতে রিয়াল মাদ্রিদের খেলা ছিল রিয়াল ভায়োদলিদ এর সাথে। সেই ম্যাচে ৩-০ গোলে নিজেদের জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল। যার ফলে দীর্ঘ ১৭ বছর ধরে এই মাঠে তাদের জয়ের ধারা অব্যাহত রাখে দলটি। স্প্যানিশ লা লিগার ওই ম্যাচটিতে সুপারোপা ডি এস্পানার ফাইনালে নিজেদের […]