আজকের সংবাদ ডেস্ক
মাঠের নাম হোসে জরিলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে শনিবার রাতে রিয়াল মাদ্রিদের খেলা ছিল রিয়াল ভায়োদলিদ এর সাথে। সেই ম্যাচে ৩-০ গোলে নিজেদের জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।
যার ফলে দীর্ঘ ১৭ বছর ধরে এই মাঠে তাদের জয়ের ধারা অব্যাহত রাখে দলটি।
স্প্যানিশ লা লিগার ওই ম্যাচটিতে সুপারোপা ডি এস্পানার ফাইনালে নিজেদের বার্সেলোনার কাছে ৫ঃ২ গোলে হারার ক্ষত কিছুটা হলেও সারলো!
রিয়াল মাদ্রিদ পর পর ৪ ম্যাচের সবগুলোতেই জয় পায়। প্রত্যেকটি ম্যাচে অন্তত ৩টি করে গোল করে দলটি।
বিপক্ষ দলের মাঠে পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শরকার ৬৯ ভাগ সময় বল দখলে রাখে গ্যালাটিকোরা। তাদের করা ২০টি শটের মধ্যে ৪টি প্রতিপক্ষের গোলবারের লক্ষ্য অভিমুখে থাকে। অপরদিকে মাত্র ৩১ শতাংশ বল আয়ত্তে রাখা ভায়োদলিদ শুধু ৬টি শট নিতে পারে যার ২টি লক্ষ্য অভিমুখে ছিল।
এই মাঠে রিয়ালের জয়ের সাফল্য অব্যাহত থাকবে এই আশা রাখেন সমর্থকরা।