March 13, 2025
অস্ট্রেলিয়ান ওপেন, রেকর্ড বুকে নাম উঠলোনা সাবালেঙ্কার

অস্ট্রেলিয়ান ওপেন, রেকর্ড বুকে নাম উঠলোনা সাবালেঙ্কার

আজকের সংবাদ ডেস্ক

আরিনা সিয়ারহিয়েজেউনা সাবালেঙ্কা।  বেলারুশিয়ান পেশাদার একজন টেনিস খেলোয়াড়। ২৭ বছর বয়সী এই যুবতীর তীরে এসে তরী ডুবে গেলো। পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনে পর পর ৩টি শিরোপা জিতে রেকর্ড বুকে নাম লেখাতে!

এর আগে ২০২৩ সালে তিনি প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিততে সক্ষম হন। নারী এককে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। ব্যত্যয় হয় ২০২৫ সালে। অবশেষে ফাইনাল ম্যাচে  যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইস এর কাছে।

আর কিইসের কাছে হেরে ২৬ বছরে পরপর তিনবার শিরোপা জেতা প্রথম নারী খেলোয়াড় হতে পারলেন না তিনি। ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে এই খ্যাতি অর্জন করতে পেরেছিলেন  মার্টিনা হিঙ্গিস। যিনি ইতিহাসের ষষ্ঠ নারী যে কিনা অস্ট্রেলিয়ান ওপেনে এই খ্যাতি অর্জন করেন।

ম্যাচটিতে সাবালেঙ্কা ম্যাডিসন কিইসের সাথে এই ম্যাচে প্রথম সেটে ৬-৩ গেমে হারেন। দ্বিতীয় সেটে অবশ্য ৬-২ ব্যবধানে জিতেন তিনি। কিন্তু তৃতীয় সেটের অন্তিম লড়াইয়ে ৭-৫ ব্যবধানে হেরে যান ম্যাচটি।

তবে উপস্থিত দর্শকরা সাবালেঙ্কার খেলাকে উৎসাহিত করেছেন আর জয়ী ম্যাডিসন কিইসকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!