আজকের সংবাদ ডেস্ক
রবিবার মিরপুরে অবস্থিত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর সাথে হেরেছে রংপুর রাইডার্স। এ নিয়ে রাজশাহীর সাথে দুইটি ম্যাচে হারলো এই দলটি।
তবে বিপিএল এ পয়েন্ট তালিকায় ১৬ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স।
আগে ব্যাটিং করতে নেমে ৯ ইউকেট খুইয়ে ১১৯ রান তোলে দুর্বার রাজশাহী। এক্ষেত্রে ৪ বাউন্ডারি করেন তিনি।
রংপুর রাইডার্স সমর্থকরা হয়তো প্রিয় দলের সহজ জয়ই অনুমান করছিলেন। তবে সহজ লক্ষ্য চেইজ করতে পারেনি নুরুল হাসান সোহানরা। হেরেছে ২ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন সানজামুল ইসলাম। রংপুরের খুশদিল শাহ সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভারে ১৯ রান দিয়ে।
ব্যাটিং এ নেমে রংপুর তাদের ১২০ এর টার্গেটের ১১৭ তুলতে পারেন ৮ ইউকেট খুইয়ে। এর মধ্যে ২০ ওভার শেষ হয়। রংপুরের পক্ষে বেশি রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার অপরাজিত ৫০ করতে তিনি ৩১ বলে ৩টি ৬ ও ৬টি ৪ হাঁকান। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ৪ ওভারে ৪ ইউকেট নেন ১৮ রান দিয়ে।
এই ম্যাচে জয় পেয়ে বিপিএল এর প্লে-অফ খেলার স্বপ্ন টিকে থাকলো রাজশাহীর। তারা ৫টি জয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও টিকে আছে।