March 13, 2025
এলপিজি গ্যাসের দাম কত হবে জানা যাবে রবিবার

এলপিজি গ্যাসের দাম কত হবে জানা যাবে রবিবার

নিজস্ব সংবাদদাতা

আগামী ২ ফেব্রুয়ারি রবিবার জানা যেতে পারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাসের নতুন দাম কত টাকা নির্ধারণ করা হল। ওইদিন পুরো ফেব্রুয়ারি মাসে এই গ্যাসের দাম কেমন হবে তা জানা যাবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৩০ জানুয়ারি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এই মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে নির্দেশনা রবিবার বিকেলে ঘোষণা করা হবে।

এর আগে,  জানুয়ারি মাসের শুরুতে পুরো মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল । কিন্তু ১৪ জানুয়ারি মাসের বাকি দিনগুলোর জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১,৪৫৯টাকা নির্ধারণ করা হয়েছিল। যা আগের তুলনায়  ৪ টাকা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!