নিজস্ব সংবাদদাতা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমার তারিখে বাড়ালো। পূর্বের তারিখ ১৫ ফেব্রুয়ারি ছিল, আর এখন তা বাড়িয়ে করা হল ১৬ মার্চ। এ নিয়ে তৃতীয় বারের মতো সময় পরিবর্তন করলো সংস্থাটি।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মোঃ আল-আমিন শেখ নির্দেশনা জারি করার বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা জানান, বিভিন্ন পেশাজীবী এবং ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) জমার সুবিধার্থে গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন সিস্টেম উন্মুক্ত করে দেয়া হয়। নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে আয়কর পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।
পূর্বে ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। যা নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বর তারিখের মধ্যে জমা দেয়ার নিয়ম। পরে আবার জানুয়ারির তারিখ পরিবর্তন করে ১৫ ফেব্রুয়ারি করা হয়। আর এবার তা আরও বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।