নিজস্ব সংবাদদাতা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এর দাম আরেক দফা বাড়ালো এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পুরো ফেব্রুয়ারির ১২ কেজির সিলিন্ডার এর দাম ধরা হয়েছে ১,৪৭৮ টাকা। যা আগের দামের চেয়ে ১৯ টাকা বেশি।
২ ফেব্রুয়ারি, রোববার বিইআরসি এই ঘোষণা দেয়। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, এই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,৪৭৮ টাকা। পাশাপাশি, অটোগ্যাসের দাম লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে দিয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়।
এ নিয়ে ৩য় দফা বাড়লো এলপিজির দাম। জানুয়ারির প্রথম ভাগে দাম পরিবর্তিন করা হয়নি, কিন্তু ১৪ জানুয়ারি ৪টাকা বাড়ানো হয়। ফলে এলপিজির দাম দাঁড়ায় ১,৪৫৯ টাকা।
বিইআরসি জানায়, সৌদি আরবের আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য মেট্রিক টন প্রতি হয়েছে যথাক্রমে ৬৩৫ ও ৬২৫ ইউএস ডলার। এক্ষেত্রে প্রোপেন ও বিউটেনের গড় মূল্যের হিসেব গণনা করা হয় ৬২৮.৫০ ইউএস ডলার। ওই দামের ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়।