March 13, 2025
শেষ হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫

শেষ হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫

নিজস্ব সংবাদদাতা

রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ১ মাস ধরে চলে দেশের উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫।

৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে ওই মেলার পরিসমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।  তবে মেলা রাত ১০টা পর্যন্ত চলবে।

মেলার শেষ দিন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ করা হয়। কিন্তু সময় বাড়ায়নি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে জানুয়ারির ১ তারিখে পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার মেলাতে মোট ৩শ ৬২টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। তন্মধ্যে ৩শ ৫১টি দেশীয় প্রতিষ্ঠান, ১১টি স্টল ছিল অন্যান্য দেশের যেমন পাকিস্তান, ভারত,  সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়ার।

উল্লেখ্য, ১৯৯৫-২০২০ সাল পর্যন্ত এই মেলা শেরেবাংলা নগরে অবস্থিত বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থানে আয়োজিত হতো। কিন্তু করোনার সময় অর্থাৎ ২০২১ সালে মেলাটি স্থগিত করে সরকার। পরে ২০২২ সালেই প্রথম বিবিসিএফইসি’তে মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!