কুড়িগ্রাম সংবাদদাতা
ঐতিহ্যবাহী কুড়িগ্রাম ট্রেক্সটাইল মিলসটি লীজ পদ্ধতিতে পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে মিল চত্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে মিলটি হস্তান্তর করে বিটিএমসি ।
বিটিএমসি সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে মিলটির কার্যক্রম শুরু হয় । প্রথম কয়েক বছর ভলোভাবে চললেও। দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত এটি বন্ধ রয়েছে। তাই দীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য লীজ এর মাধ্যমে মিলটি ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি: কে ৩০ বছর মেয়াদের জন্য হস্তান্তর করা হয়।
ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং কর্তৃপক্ষ জানায়, ৪টি পণ্য উৎপাদনের কথা রয়েছে। আর মিলটি চালু হলে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিএমসি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার এস এম জাহিদ হোসেন, বিটিএমসির জিএম কাজী ফিরোজ হোসেন এবং ওয়েস্টার্ন গ্রুপের এমডি মোঃ বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।