March 13, 2025
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’

কুড়িগ্রাম সংবাদদাতা

আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচিকে সফল করতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’।

জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই কর্মসূচির বিষয়ে সংবাদকর্মীদের অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেছেন তারা।

কুড়িগ্রাম জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুড়িগ্রাম বিএনপি’র সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’র  সদস্য শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

বক্তারা জানান, ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরের অঞ্চলে ২দিনব্যাপী লাগাতার কর্মসূচি পালিত হবে। সেসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত থাকবেন।  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একটি ভিডিও কনফারেন্স এ যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা।  রংপুর বিভাগের তিস্তা পাড়ে মোট ১০টি স্পষ্টে একযোগে কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!