পঞ্চগড় সংবাদদাতা
সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, পুলিশ শিগগিরই সাধারণ মানুষের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের নাগরিকদের সাথে বন্ধু হিসেবে যেন কাজ করতে পারে, সরকার সেই চেষ্টাই করছে।
শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব পঞ্চগড় রেল স্টেশনের শোভা বর্ধনের কাজের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের কাছে এই কথা জানান।
ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।