March 13, 2025
ভারতীয় মোটরসাইকেল ও গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ২

ভারতীয় মোটরসাইকেল ও গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ২

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে দুইটি চোরাচালানকৃত ভারতীয় মোটরসাইকেল ও ৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টায় জেলার কালীগঞ্জ উপজেলায় গোড়ল ইউনিয়নে পরিচালিত ওই অভিযানের তথ্যটি  জেলা পুলিশের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়।

পুলিশ জানায়, লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক নির্দেশনায় মঙ্গলবার জেলা পুলিশের গোয়েন্দা শাখা  কালীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে।  উপজেলার গোড়ল ইউনিয়নের  সেবকদাশ বলাইরহাট এলাকা থেকে  চোরাচালানকৃত ২টি মোটরসাইকেল উদ্ধারসহ শ্রী বিমল চন্দ্র রায় ও শ্রী অনুকূল চন্দ্র রায় নামে দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই ইউনিয়নের মালগারা বগুড়া এলাকায় রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!