March 13, 2025
ইটভাটায় অভিযানে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট, অন্যটির জরিমানা ১ লাখ

ইটভাটায় অভিযানে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট, অন্যটির জরিমানা ১ লাখ

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাযর দলগ্রামে মেসার্স এমজেএ বিক্সস-২ নামের একটি ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে ভাটার কর্মচারীদের তোপের মুখে পড়েন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার বিকেলে পরিচালিত ওই অভিযানে উপজেলার দলগ্রামে অবস্থিত মেসার্স বিবিএমসি বিক্সস নামের অন্য আরেকটি ইটভাটাকে বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া ইট প্রস্তুতের দায়ে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রামমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের ওই টিমে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম. শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমানসহ  পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যবৃন্দ।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় অবৈধ ইটভাটাগুলোতে চলমান অভিযানে কালীগঞ্জ উপজেলার দলগ্রামের মেসার্স বিবিএমসি বিক্সসে যায় ভ্রাম্যমাণ আদালত। ওই ভাটাকে বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটিকাটা ও ইট পোড়ানোর কাজসহ অন্যান্য আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়।

কিন্তু এমজেএ বিক্সস-২ আরেকটি ভাটায় গিয়ে  গিয়ে ভাটার কর্মচারীদের তোপের মুখে পড়েন ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও দলের অন্য সদস্যরা। ফলে কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে আসেন তারা।

কালীগঞ্জের ইউএনও সিফাত আনোয়ার তুমপা জানান, দুইটি ভাটায় অভিযান পরিচালিত হয়। তন্মধ্যে এমজেএ বিক্সস-২ অভিযানে গেলে সেখানকার কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করে। পরে তাদেরকে বুধবারের মধ্যে বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।  তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অবৈধ ইটভাটাগুলোতে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাথে এহেন আচরণ করার বিষয়ে মন্তব্য জানতে এমজেএ বিক্সস-২ ভাটাটির স্বত্বাধিকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেন নি।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মেসার্স এমজেএ ব্রিকস-২ এর মালিক ও বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলমকে ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য চিঠি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!