March 13, 2025
যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় আসামি ২ সাংবাদিক

যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় আসামি ২ সাংবাদিক

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে হত্যা চেষ্টা, লুটপাটসহ অন্যান্য অভিযোগে যুবলীগের আহ্বায়কসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আব্দুল খালেক ফারুক ও হুমায়ুন কবির সূর্য নামের জেলায় কর্মরত দুইজন সাংবাদিকের নামও উল্লেখ করা হয়।

গত শনিবার মামলা নথি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ।

আব্দুল খালেক ফারুক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি জেলা প্রেস ক্লাবের সা. সম্পাদক।  হুমায়ুন কবির সূর্য প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে একটি দোকানের মালাপত্র চুরি ও লুটপাটের অভিযোগ তোলা হয়েছে।

মামলাটির এজাহারে যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ওই ২ সাংবাদিকের নাম উল্লেখ করা হলেও তাদের পেশার বিষয়টি উল্লেখ করা হয়নি।  তাদেরকে ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রামের সদস্য হিসেবে দেখানো হয়েছে। যার কোন সত্যতা পাওয়া যায়নি।

মামলাটির বাদী হলেন রাজারহাট উপজেলার বাসিন্দা মাহফুজার রহমান। তার কুড়িগ্রাম শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ‘চুলা ঘর’ নামের ওই প্রতিষ্ঠানটি জেলা পরিষদ মার্কেটে অবস্থিত।

মামলার বিষয়ে বাদী মাহফুজার রহমানের দাবি, খালেক ফারুক ও হুমায়ুন কবির ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। তিনি সাংবাদিক পরিচয় কেন উল্লেখ করা হয়নি এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। 

ফারুক জানান, তিনি প্রথম সারির কয়েকটি মিডিয়ায় কাজ করেন। এছাড়াও তিনি কোনোভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত নন।  কি কারণে তার বিরুদ্ধে এমন মিথ্যা মামলা দেয়া হল তাও তিনি জানেন না। তিনি মনে করেন তাকে হয়রানির উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে।  

কুড়িগ্রাম সদর থানার ওসি মো.হাবিবুল্লাহ জানান, আসামিদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!