কক্সবাজার সংবাদদাতা
টেকনাফে নৌবাহিনী দালালের আস্তানায় অভিযান চালিয়ে সেখান থেকে মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমাণ শিশুসহ সতেরো জন নারী-পুরুষকে উদ্ধার করে । ওই সময় একজন দালালকেও আটক করেন অভিযানিক দল।
শনিবার বিকেলে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নে অভিযান চালায় নৌবাহিনী। সেখানকার কচ্ছপিয়া নামক পাহাড়ি এলাকা থেকে ওই ১৭ জনকে উদ্ধার করেন তারা।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন জানান, গোপন সংবাদের পেয়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। ওই সময় আলী আব্দুল্লাহ নামে এক দালাল আটক হয়।
টেকনাফ কন্টিনজেন্টের এই নৌ অফিসার আরও জানান, ভুক্তভোগীদের মধ্যে ৩ জন বাংলাদেশি, ১৪ জন রোহিঙ্গা পুরুষ-নারী এবং শিশু রয়েছে। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক মানব পাচারকারী দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭ টায় মালয়েশিয়াগামী ১৭জন ভুক্তভোগী এবং একজন দালালকে টেকনাফ থানায় সোপর্দ করে।