লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে শুরু হয়েছে দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
সোমবার জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরের মাঠে বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, এডিসি (জেনারেল) মো. মাহবুবুর রহমান, ডিইও মজিবুর রহমান ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলার বিভিন্ন দপ্তরসহ উদ্যোক্তাদের স্টল রয়েছে ওই মেলায়। আরও রয়েছে বইমেলা, পিঠা উৎসব, কারুশিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
আয়োজকরা প্রত্যাশা করেন যে এই মেলা জেলার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক সারা ফেলবে।