March 13, 2025
জয়পুরহাটে ডাকাতদের গুলিতে পুলিশ কনস্টেবল আহত, গ্রেফতার ৫

জয়পুরহাটে ডাকাতদের গুলিতে পুলিশ কনস্টেবল আহত, গ্রেফতার ৫

জয়পুরহাট সংবাদদাতা

জয়পুরহাটে  ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের সাথে গোলাগুলির হয়। ওই ঘটনায় ডাকাতদের  গুলিতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।  ক্ষেতলালে ঘটা ওই ঘটনার জেরে ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 শনিবার বিকেলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মো: আসাদুজ্জামান ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হল- ডাকাত দলের সদস্য আব্দুল মাজেদ (২৬), মো. মাজের আলী ওরফে খোকা (৪৮) ও প্রশান্ত রবি দাস (২৭)। এছাড়াও পুলিশের দায়িত্ব পালনকালে বাঁধা দেয়ার অভিযোগে স্মৃতি আক্তার ও মোমেনা খাতুন নামে ২ নারীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি কোদাল, নগদ টাকা, দুইটি বটি, দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে, ক্ষেতলালের আলমপুর গ্রামে আবু হায়াতের বাড়িতে ডাকাতরা অবস্থান নিইয়েছে এমন খবর পায় ডিবি পুলিশ। পরে ডিবির  ওসির নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর আবু হায়াতের বাড়ি ঘেরাও করা হয়।  ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ফোর্স চান ডিবির ওসি।  ইতোমধ্যে ৮থেকে ১০ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। সেসময় ডাকাতদের গুলিতে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান আহত হন।

ডিবির ওসি মো. আসাদুজ্জামান জানান, সারারাত অভিযান চলে। তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে মিজানুর রহমান আহত হন। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!