লক্ষ্মীপুর সংবাদদাতা
উপদেষ্টা মাহফুজ মন্তব্য বলেন, “শহিদদের মতো প্রয়োজনে শাহাদত বরণ করবো। তাদের পথ বেছে নেবো। আবার লড়াই করতে হলে করবো। আঃ লীগ দিল্লীর কোলে আশ্রয় নিয়েছে আর সেখান থেকে ফোঁস ফাঁস করছে। ওরা চোখ রাঙাতে চায়। কিন্তু বসে থাকবো না আমরা।“
শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবস্থিত সরকারি কলেজ প্রাঙ্গণে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ জানান, শুধু আঃ লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে উৎখাতে সন্তুষ্ট নন তিনি। বরং আওয়ামী লীগের ফ্যাসিজম সংশ্লিষ্ট যত বৈশিষ্ট্য ও দোসররা বিভিন্ন জায়গায় আছে যেমন প্রশাসনে, শিক্ষা এবং সাংস্কৃতিক অঙ্গনে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।