March 13, 2025
তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী(বিএসএফ) এর ছোড়া গুলিতে বাংলাদেশি যুবক হাবিল আহত হয়েছে।

২৫ জানুয়ারি, শনিবার গভীর রাতে সীমান্ত পারপাড়ের সময় বিএসএফ এর গুলিতে আহত হন তিনি।

জানা যায়,  যুবক হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার লম্বাপাড়া গ্রামের মরহুম বেলাল উদ্দিনের ছেলে।

বিজিবির ও অন্যান্য সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় আহত হাবিল সীমান্তের এপারে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর সকাল ৭টার দিকে তার সবজনরা তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সেখানকার ডাক্তার রাজশাহীতে রেফার করেন।

৫৯ বিজিবি’র অধিনায়ক, লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান,  যুবক আহত হওয়ায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!