March 13, 2025
জামালপুর আঃলীগ নেতা ও আইনজীবী সমিতির সভাপতি আকাশ গ্রেফতার

জামালপুর আঃলীগ নেতা ও আইনজীবী সমিতির সভাপতি আকাশ গ্রেফতার

জামালপুর সংবাদদাতা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান (বিরোধী ছাত্র-জনতার আন্দোলন) চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার একটি মামলায় জামালপুর জেলা আঃলীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশ পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন।

সোমবার, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সময় জামালপুর জেলা শহরের জজ আদালত এর সামনে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  গ্রেফতার আকাশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে জামালপুর সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদ চলছে।

জামালপুর সদর থানার ওসি, আবু ফয়সল মো.আতিক জানান, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ও নাশকতার একের অধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!