March 13, 2025
সরকারের দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্যবৃদ্ধি রোধ করা- গয়েশ্বর রায়

সরকারের দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্যবৃদ্ধি রোধ করা- গয়েশ্বর রায়

লালমনিরহাট সংবাদদাতা

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সরকারের দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্যবৃদ্ধি রোধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রোডম্যাপ ঘোষণা ও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়া। কিন্তু দুঃখের বিষয় তারা নির্বাচন কিংবা দেশ পরিচালনা কোনোটাতেই নাই। তারা শুধু প্রতিদিন সংস্কারের জারি গান শুনাচ্ছেন।“

১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে লালমনিরহাটে অবস্থিত রেলওয়ের মুক্তমঞ্চে বিএনপি আয়োজিত একটি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে এগিয়ে এই কথা বলেন তিনি।

গয়েশ্বর রায় আরও বলেন, “এখন দ্রব্যমূল্য দিনকে দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে। কিন্তু কৃষকরা ও উৎপাদনকারীরা তাদের কাঙ্ক্ষিত ন্যায্যমূল্য পান না। বাজার ব্যবস্থাপনায় আওয়ামীলীগের দোসরদের সিন্ডিকেট এখনও সক্রিয় আছে, কিন্তু তাদের দমনের কোনো প্রকার উদ্যোগ সরকারের নেই।“

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার বিষয়ে তিনি বলেন, “তিনি আঠারো কোটি মানুষের কাছে নয়নের মনি হয়ে আছেন। আর তাই অনেকেই তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না। এর কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি।“

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, “সরকারে থেকে আপনারা গোপনে বৈঠক করবেন কিংবা ষড়যন্ত্র করবেন সেটা হতে পারে না। আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করুন। তাহলেই ইতিহাসে আপনাদের নাম ভালোভাবে লেখা রবে।“

ওই জনসমাবেশ লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারের অধিক নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!