কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের এএসপি (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ৩টি পৃথক অভিযানে কাশিপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষসহ আওয়ামীলীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ।
গ্রেফতারকৃত নেতারা হলেন- ফুলবাড়ী উপজেলা আ.লীগের সহ- সভাপতি ও কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯), বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতাপ চক্রবর্তী (৪৭) এবং ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজ এর প্রদর্শক জোয়ারদার আব্দুল খালেক (৪৪)।
ফুলবাড়ী থানার-ওসি মামুনুর রশীদ জানান, ৫ আগস্টের পর তারা দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন । গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।