আজকের সংবাদ নিউজ ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের নাগপুর এর কাছাকাছি জওহরনগরে অবস্থিত একটি অস্ত্র কারখানায় হঠাৎ করে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ২৪ জানুয়ারি সকালে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ওই বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই ভয়াবহ ছিল যে, কারখানা থেকে ৫ কিলোমিটার দূরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবরটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করে।
দেশটির ইউনিয়ন মন্ত্রী নিতিন গাদকারি ৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সে সময় তারা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কর্মীদের উদ্ধারে কাজ করে।
ভান্ডারার ডিসট্রিক্ট কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণ তীব্র হওয়ায় কারখানাটির একটি ছাদ ধসে পড়ে। আর সেই ধ্বংসস্তূপের নিচে অন্তত ১২ জন চাপা পড়েন। উদ্ধারকর্মীরা যারা জীবিত আছেন তাদের সন্ধান ও উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান।
বার্তাসংস্থা এএনআই সূত্রে জানা যায়, বিস্ফোরণ কারখানার চারপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে দূরের এলাকাতেও প্রচণ্ড শব্দ শোনা গেছে। ওই বিস্ফোরণের পর জওহরনগর ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই চিকিৎসা কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কারখানায় কোনো বাকি বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিত করতে কাজ করছেন।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে প্রশাসন। মনে করা হচ্ছে, কারখানার সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি ছিল, যা এই বিপর্যয়ের মূল কারণ হতে পারে।