নিজস্ব সংবাদদাতা
অবৈধ পলিথিন ব্যবহার রোধে অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক শওকাত আলী। গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
২৬ জানুয়ারি, রবিবার দুপুরে ঢাকার চকবাজার এলাকার হাজী শহীদুল ইসলাম বাবুল রোডে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযান পরিচালনার সময় পরিচালক শওকাত আলী এর উপর ক্ষিপ্ত হন পলিথিন ব্যবসায়ীরা। ফলে তারা তাদের শ্রমিকদের লেলিয়ে দিয়ে এ ঘটনা ঘটান। পরে পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যবসায়ী ও তাদের শ্রমিকরা পুলিশের উপরও চড়াও হন। সে সময় তারা পেছন থেকে ওই পরিচালককে টেনে নিয়ে যান। এরপর রড-লাঠি নিয়ে তার উপর হামলা চালান। ফলে পরিচালকের মাথা ফেটে যায় এবং তার নাক দিয়ে রক্ত পড়ে।
চকবাজার থানার পুলিশ পরিদর্শক,তদন্ত, আবুল খায়ের জানান, পুলিশ এর সাথে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের টীম আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর মাঝেই ছিলেন। কিন্তু মুহাম্মদ শওকাত আলী একটু এগিয়ে সামনে চলে যাওয়ায় উত্তেজিত ব্যবসায়ীরদের হামলার শিকার হন।
তিনি আরও জানান, হামলায় শিকার শওকাত আলীর মাথা হামলাকারীদের আঘাতে ফেটে গেছে। এছাড়াও তার নাকে ফ্রাকচার হয়। রডের আঘাতের ফলে তার পা ভেঙে গেছে। পরিস্থিতি অনুকূলে ছিল না। কিন্তু সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।