নিজস্ব সংবাদদাতা
সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচ এ রবিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী (পিএস) জিয়াউর রহমান মনি।
তাকে গত ২ জানুয়ারি সিএমএইচ এ ভর্তি করানো হয়।
জানা যায়, নব্বইঊর্ধ্ব বয়সী এই সাবেক সেনাপ্রধান দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তার হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, থাইরয়েডে জটিলতা, ডিমেনশিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা ছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি স্ট্রেচারে চলাফেরা করতেন।
বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা বিদ্রোহ করে। তিনি ৩ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাঁকে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়।
তিনি ১৯৭২-৭৫ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। পরে কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হন। ১৯৯২ সালে তিনি স্বেচ্ছায় অবসর নেন। পরে তিনি আওয়ামীলীগে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন।