March 13, 2025
রাজশাহীর সাথে টানা দুইবার হারলো রংপুর,  তবুও পয়েন্টে রয়েছে শীর্ষে

রাজশাহীর সাথে টানা দুইবার হারলো রংপুর,  তবুও পয়েন্টে রয়েছে শীর্ষে

আজকের সংবাদ ডেস্ক

রবিবার মিরপুরে অবস্থিত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর সাথে হেরেছে রংপুর  রাইডার্স। এ নিয়ে রাজশাহীর সাথে দুইটি ম্যাচে হারলো এই দলটি।

তবে বিপিএল এ পয়েন্ট তালিকায় ১৬ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স।  

আগে ব্যাটিং করতে নেমে ৯ ইউকেট খুইয়ে ১১৯ রান তোলে দুর্বার রাজশাহী। এক্ষেত্রে ৪ বাউন্ডারি করেন তিনি।

রংপুর রাইডার্স সমর্থকরা হয়তো প্রিয় দলের সহজ জয়ই অনুমান করছিলেন। তবে সহজ লক্ষ্য চেইজ করতে পারেনি নুরুল হাসান সোহানরা। হেরেছে ২ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন সানজামুল ইসলাম। রংপুরের খুশদিল শাহ সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভারে ১৯ রান দিয়ে।

ব্যাটিং এ নেমে রংপুর তাদের ১২০ এর টার্গেটের ১১৭ তুলতে পারেন ৮ ইউকেট খুইয়ে। এর মধ্যে ২০ ওভার শেষ হয়। রংপুরের পক্ষে বেশি রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার অপরাজিত ৫০ করতে তিনি ৩১ বলে ৩টি ৬ ও ৬টি ৪ হাঁকান। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ৪ ওভারে ৪ ইউকেট নেন ১৮ রান দিয়ে।

এই ম্যাচে জয় পেয়ে বিপিএল এর প্লে-অফ খেলার স্বপ্ন টিকে থাকলো রাজশাহীর। তারা ৫টি জয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও টিকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!